নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে এক শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে সাত শিশুর। এই নিয়ে টুইট করেছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ টুইট করে জানিয়েছেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সচিবকে (স্বাস্থ্য) বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দিতে বলেছি। দোষীরা ছাড় পাবে না। কারও গাফিলতি বা অন্যায় কাজে জড়িত থাকলে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”