নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর আপ নেতা তথা দিল্লির মন্ত্রী অতিশী বলেন, " আজ বিজেপি গোটা দেশকে 'জুমলা পাত্র' দিয়েছে। ১০ বছর সরকার চালানোর পরও তারা তাদের একটি প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি। ওরা যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতি বছর ২ কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ দেশের বেকারত্বের সংখ্যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গোটা দেশে আয়ুষ্মান ভারতে যে পরিমাণ খরচ হয়েছে, তা দিল্লির স্বাস্থ্য বাজেটের থেকেও কম। দিল্লিতে স্বাস্থ্য বাজেট ৯০০০ কোটি টাকা, কিন্তু গোটা দেশে আয়ুষ্মান ভারতের জন্য খরচ হয়েছে মাত্র ৮ হাজার কোটি টাকা। ''