স্কুল বন্ধ করে দিল সরকার! আবার অনলাইন ক্লাস

গত সপ্তাহ থেকে দিল্লি-এনসিআর এলাকায় ক্রমাগত প্রচণ্ড দূষণ চলছে। সরকারের সমস্ত ব্যবস্থা সত্ত্বেও, একিউআই আরও খারাপ হচ্ছে। দূষণের গুরুতর পরিস্থিতির কথা মাথায় রেখে দিল্লি-এনসিআর-এ জিআরএপি-র চতুর্থ পর্যায় কার্যকর করা হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
15 school.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও বন্ধ করে দেওয়া হল স্কুল। ফের একবার দেশে শুরু হতে চলেছে অনলাইনে ক্লাস প্রক্রিয়া। বড় ঘোষণা করল সরকার। জানা গিয়েছে, বায়ু দূষণ (Delhi Pollution) রোধে জিআরএপি চতুর্থ পর্যায়ের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে দশম ও দ্বাদশ শ্রেণি ব্যতীত সমস্ত স্কুল ক্লাস ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে করার নির্দেশ দিল দিল্লি সরকার।