দিল্লিতে বোমাতঙ্কের জের, ৪০টি স্কুলের গেটে পড়ে গেল তালা

৩০ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবিও করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
delhi-school-bomb-threat_625x300_01_May_24.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার দিল্লিতে বোমাতঙ্ক। ফের নাশকতার বেড়াজালে বন্দি শিক্ষাঙ্গন। ৪০টিরও বেশি স্কুলে মেইলের মাধমে গেছে হুমকি বার্তা। ৩০ হাজার মার্কিন ডলার মুক্তিপণ দাবিও করা হয়েছে। আর এই সবের মাঝেই আতঙ্ক ছড়িয়েছে ৪০ টি স্কুলে। 

স্কুলগুলিতে বোমাতঙ্কের হুমকি বার্তা আসতেই আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরা। স্কুল গুলির শিক্ষক শিক্ষিকারাও চিন্তায় পড়ে যান। এর পড়ে স্কুল ছুটি দিয়ে দেওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায় দেখা যায় দিল্লির মাদার মেরি স্কুলে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। চিন্তিত অভিভাবকরাও ততক্ষণে স্কুলে এসে পৌঁছান এবং নিজেদের সন্তানদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান। এই চিত্রটি শুধু একটা স্কুলের নয়।

x

বোমাতঙ্কের জেরে ৪০টি স্কুলেই সপ্তাহের প্রথম দিন কার্যত তালা পড়েছে। প্রাণ হাতে বাড়ি ফিরে গেছে স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেকে। ইতিমধ্যেই দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

k7dsdapk_delhi-school-bomb-threat_625x300_01_May_24.webp