নিজস্ব সংবাদদাতা: দিল্লিতে কুয়াশা পিছু ছাড়ছে না। প্রতিদিনই তাপমাত্রা কমতে থাকায় রাজধানী ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। আজও এর অন্যথা হল না। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই খালি ধোঁয়া আর ধোঁয়া। এমনকি বোর্ডের লেখা গুলিও স্পষ্ট হচ্ছে না। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে ফ্লাইটের ল্যান্ডিং বা টেক অফ নির্দিষ্ট সময়ে হবে না। বিমান যাত্রীদের সমস্যায় পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।