লোকসভা নির্বাচন, একনায়কতন্ত্রের নতুন রূপ! ফের কংগ্রেসের প্রশ্নের মুখে মোদী সরকার

সামনেই লোকসভা নির্বাচন হতে চলেছে। মোদী সরকারকে নিশানা করে বিশেষ মন্তব্য করলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট।

author-image
Probha Rani Das
New Update
ashok gehlott.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, “কংগ্রেস পার্টি এবং ভারত জোটের প্রস্তুতি বহুগুণ ভাল হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী কম ধার্মিক এবং তিনি নির্বাচনে জয়লাভের জন্য কাজ করেন। একনায়কতন্ত্রের নতুন রূপ মাথাচাড়া দিয়ে উঠছে। এই নির্বাচনে বিজেপি জিতলে আরও নির্বাচন হবে কি না, তা নিয়ে মানুষের ভাবা উচিত, না হলে সকলকেই ভুগতে হবে। রাহুল গান্ধীর যাত্রা যে সাড়া পাচ্ছে তা প্রশংসনীয়। কী বলছেন রাহুল গান্ধী? তিনি মুদ্রাস্ফীতি, বেকারত্ব, আয় বৈষম্য, শান্তি ও ভালোবাসার কথা বলেন। এগুলো জাতীয় ইস্যু প্রধানমন্ত্রী মোদীর একনায়কতন্ত্রে মিডিয়া ভূমিকা পালন করছে। বিজেপি রামভক্তদের দু'ভাগে ভাগ করে দিয়েছে। যারা তাদের দলে আছেন তারা রামভক্ত, বাকিরা নন। এই সার্টিফিকেট দেওয়ার তারা কে?” 

Add 1

স্ব

স

Addd 3