এক ধাক্কায় ২১৮ থেকে বেড়ে ৯৯৯, তড়িঘড়ি বৈঠক ডাকলেন মন্ত্রী

এক ধাক্কায় আরও অনেকটাই দূষণের মাত্রা বেড়ে গেল রাজধানীতে।

author-image
SWETA MITRA
New Update
del pol.jpg

নিজস্ব সংবাদদাতাঃ দিওয়ালি মিটতেই ফের একবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক দেওয়া হল সরকারের তরফে। জানা গিয়েছে, দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই (Gopal Rai) দিল্লি সচিবালয়ে পরিবেশ বিভাগের কর্মকর্তাদের সাথে দূষণ পর্যালোচনা বৈঠক ডেকেছেন। দিওয়ালিতে আতশবাজির কারণে দিল্লি-এনসিআরে দূষণের মাত্রা বেড়ে গেছে। চারিদিক ঢেকে গিয়েছে ধোঁয়ায়। দিওয়ালির সন্ধ্যা পর্যন্ত একিউআই ছিল ২১৮, সেখানে দিওয়ালির পরের দিন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯- এ।