দিল্লি নির্বাচনে মহিলা ভোটাররাই কেন রাজনৈতিক দলগুলির মূল হাতিয়ার?

এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দেবে তারা সরকার গড়লে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
voters up.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে বেশি নজর থাকছে মহিলা ভোটারদের দিকে। কেননা মোটামুটি সব দলই মনে করছে মহিলা ভোটারদের ভোটেই ভাগ্য নির্ধারণ হবে দলগুলির। তাই প্রত্যেকের ভোটের মূল ফ্যাক্টরই হল নারী শক্তি এবং নারীদের ক্ষমতান্নয়ন। 

রাজনৈতিক দলগুলির নারী ভোটারদের আকর্ষণ করতে, বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা করেছে। আম আদমি পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেস মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে ইতিমধ্যেই।

muslim women

বিভিন্ন দলের প্রতিশ্রুতি

বিজেপি যেমন বলেছে, প্রতি মাসে আড়াই হাজার নগদ সহায়তা, ২১ হাজার মাতৃত্ব ভাতা এবং এলপিজি সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি দেবে তারা সরকার গড়লে।

আবার আপ দাবি করেছে তারা সরকার গড়লে প্রতি মাসে ২,১০০ টাকা নগদ সহায়তা প্রদান করবে।

কংগ্রেস সরকার গড়লে ‘পেয়ারি দিদি যোজনা’-এর অধীনে প্রতি মাসে আড়াই হাজার টাকা নগদ সহায়তা প্রদান করবে।

d

নারী-কেন্দ্রিক উদ্যোগ এবং সমালোচনা

এই ধরনের কল্যাণমূলক স্কিমের মাধ্যমে নারীদের ভোটার হিসেবে প্রভাবিত করার চেষ্টা ভারতীয় রাজনীতিতে নতুন নয়। তবে, বিশেষজ্ঞ এবং সমাজকর্মীরা এই উদ্যোগগুলির কার্যকারিতা এবং এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কেননা আজকের নারীরা অধিকাংশই চাকরিরতা হন আর তারা বাস্তবমুখীও হন। তাই স্বাভাবিক ভাবেই রাজনৈতিক প্রতিশ্রুতি মেনে নিয়ে নারী ভোটাররা কতটা ভোট দেবেন, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।