দিল্লির বুকে এই ফল ভারতের রাজনীতিতে এক পরিবর্তন, বলছে বিজেপি সাংসদ

'বিরোধীরা চিৎকার করবে যে ইভিএমে কারচুপি হয়েছে অথবা অন্য জোট গঠনের জন্য দৌড়াবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bjp flags .jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: মিল্কিপুর উপনির্বাচনের ফলাফল সম্পর্কে বিজেপি সাংসদ দীনেশ শর্মা এদিন বলেন, “মিল্কিপুরের ইতিবাচক ফলাফল লোকসভা নির্বাচনের উপর সমাজবাদী পার্টির অহংকারের ভাঙনের প্রতীক। সমাজবাদী পার্টির উচিত গণতান্ত্রিকভাবে ভালোবাসার সাথে পরাজয় মেনে নেওয়া”। 

অন্যদিকে দিল্লির ফলাফল নিয়েও তিনি বলেন, “যখন দিল্লিতে বিজেপি সরকারের নেতৃত্বে যমুনা নদী পরিষ্কার করা হবে, তখন অরবিন্দ কেজরিওয়াল সেই নদীতে ডুব দেওয়ার সুযোগ পাবেন যা তিনি তার আমলে নিতে পারেননি। এগুলি কেবল দিল্লির নির্বাচন ছিল না। এটি ভারতের রাজনীতিতে পরিবর্তনের জন্য একটি নির্বাচন ছিল। এখন বিরোধীরা চিৎকার করবে যে ইভিএমে কারচুপি হয়েছে অথবা অন্য জোট গঠনের জন্য দৌড়াবে”।

dinesh sharma