যুতসই উত্তর না হলেই ব্যবস্থা, কড়া মনোভাব শিক্ষামন্ত্রীর

চড়া দামে বই কিনতে হচ্ছে স্কুল থেকে, ইউনিফর্মের দামও খুব বেশি। এমন অভিযোগ অভিভাবকদের কাছ থেকে একাধিকবার শোনা গিয়েছে। এ ব্যাপারে কড়া অবস্থান নিল দিল্লি প্রশাসন।

author-image
Pritam Santra
New Update
school heat.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চড়া দামে বই কিনতে হচ্ছে স্কুল থেকে, ইউনিফর্মের দামও খুব বেশি। এমন অভিযোগ অভিভাবকদের কাছ থেকে একাধিকবার শোনা গিয়েছে। এ ব্যাপারে কড়া অবস্থান নিল দিল্লি প্রশাসন। দিল্লির শিক্ষামন্ত্রী আতিশি বুধবার বলেছেন, "অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বই ও ইউনিফর্মের জন্য অতিরিক্ত মূল্য আদায়ের জন্য ১২টি বেসরকারি স্কুলকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে। বই এবং ইউনিফর্মের বিষয়ে শিক্ষা বিভাগের নির্দেশিকা লঙ্ঘনকারী স্কুলগুলির বিরুদ্ধে দিল্লি স্কুল শিক্ষা আইন ১৯৭৩-এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"