মাদক মুক্ত! বড় খবর দিল অর্থ মন্ত্রক

বাড়ছে মাদকের কারবার! তবে এবার যা ঘটল তাতে মাদকের বোঝা হালকা হল। রাজধানীর বুকে নষ্ট করা হল ১৪৭ কেজি বেআইনি মাদক। মাদক মুক্ত ভারতের পথে এ এক বড় সাফল্য।

author-image
Pallabi Sanyal
New Update
ো্েোৈ্

নিজস্ব সংবাদদাতা : মাদক মুক্ত! মাদক নিয়ে বড় খবর দিল কেন্দ্রের অর্থ মন্ত্রক। জানা গিয়েছে,দিল্লি কাস্টমস প্রিভেন্টিভ জোন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) দ্বারা অনুমোদিত একটি বর্জ্য ব্যবস্থাপনা সুবিধায় ১৪৭ কেজি বেআইনি মাদকদ্রব্য ধ্বংস করেছে যার বাজার মূল্য ৩৯৬.৫ কোটি টাকা। এর মধ্যে হেরোইন ছিল ৫৬.৩৪৬ কেজি, এমডিএমএ হাইড্রোক্লোরাইড ছিল ২,১৫০ কেজি, গাঁজা ছিল ০.২১৯৩ কেজি,৮৭ কেজি নিষিদ্ধ মাদক ক্যাপস্যুল ছিল।