নিজস্ব সংবাদদাতা: দিল্লির মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী রেখা গুপ্তা বাজেট নিয়ে মুখ খুললেন। বলেছেন, "আমি আমাদের পুরো মন্ত্রিসভা, আমাদের সকল কর্মকর্তা, বিধায়ক, দিল্লির জনগণ, শীর্ষ নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানাই। ২৭ বছর পর প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দিল্লি সরকার রাজ্য বাজেট পেশ করতে চলেছে"।
আগামীকাল বাজেট পেশ করা হবে।
/anm-bengali/media/media_files/2025/03/09/WtguOxxCiAWZh2xfoXjq.JPG)