নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দিল্লির বাজেট পেশ হবে। আজ হবে বাজেট অধিবেশন। এদিকে, আজ বাজেট অধিবেশন শুরুর আগে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা আনুষ্ঠানিক 'ক্ষীর' বানাচ্ছেন নিজের হাতে। বড় কড়াইয়ে হাতা দিয়ে তাকে ক্ষীর বানাতে দেখা গেল।
এরপর এক বাটি ক্ষীর নিয়ে তিনি ঠাকুরের পায়ে অর্পণ করলেন।
/anm-bengali/media/media_files/2025/03/24/DGp27sZaXP6ToSDkmuay.PNG)