কে হবেন দিল্লীর মুখ্যমন্ত্রী ? জানা যাবে ১৮ তারিখ ?

আগামীকাল দিল্লীর রাজ্য বিজেপি কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে দিল্লী বিধানসভা নির্বাচনে জয়ী সমস্ত বিধায়ক এবং সংগঠনের সমস্ত নেতা উপস্থিত থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে কালকের এই মিটিংয়েই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।

author-image
Debjit Biswas
New Update
bjp-flag-15216581

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি দিল্লী বিধানসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি। দীর্ঘ ২৭ বছরের খরা কাটিয়ে উঠে অবশেষে দিল্লী দখল করতে সক্ষম হয়েছে বিজেপি। কিন্তু এরপর সবথেকে বড় যে প্রশ্নটি সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে সেটি হল এই যে, কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী ? আর সম্ভবত এই প্রশ্নের উত্তর জানা যাবে আগামী ১৮ই ফেব্রুয়ারী। কারণ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আগামী ১৮ই ফেব্রুয়ারী দিল্লীর রামলীলা ময়দানে শপথ গ্রহণ করবেন দিল্লী হবু মুখ্যমন্ত্রী। আগামীকাল দিল্লীর রাজ্য বিজেপি কার্যালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব সহ দিল্লী বিধানসভা নির্বাচনে জয়ী সমস্ত বিধায়ক এবং সংগঠনের সমস্ত নেতা উপস্থিত থাকবে। সবকিছু ঠিকঠাক থাকলে কালকের এই মিটিংয়েই মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করা হবে।