'আজ বিকেল ৩-৪টার মধ্যে..', সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ বন্যার কবলে দিল্লি (Delhi)। হু হু করে জল ঢুকছে একের পর এক এলাকায়। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে। বৃহস্পতিবার সকাল ১১টায় যমুনা নদীর জলস্তর ২০৮.৫৭ মিটারে পৌঁছেছিল, যা গতকাল সকাল ৭টায় ২০৮.৪৬ মিটার এবং রাত ১১টায় ২০৮.০৮ মিটার ছিল।

author-image
SWETA MITRA
New Update
water delhii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ বৃহস্পতিবার দিল্লিতে বন্যা কবলিত স্থানগুলি ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেইসঙ্গে একটি বিশেষ কথাও বললেন। তিনি বলেন, ‘আমি জনগণকে অনুরোধ করতে চাই যে খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরোবেন না এবং বাড়ি থেকেই কাজ করুন অফিসের। আমরা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত এলাকার স্কুলগুলো বন্ধ করে দিয়েছি। আমরা ত্রাণ শিবিরগুলিতে সমস্ত সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করছি। সিডব্লিউসি-র পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল ৩-৪টার মধ্যে যমুনা নদীর জলের স্তর আরও অনেকটাই বেড়ে যাবে। যদিও  তারপর তা কমতে শুরু করবে।‘