নির্বাচনে 'ঝাড়ু' বোতাম টিপলে গ্রেফতারি থেকে মুক্তি! খোদ জানালেন কেজরিওয়াল

লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। এরই মধ্যে বড় মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Probha Rani Das
New Update
hjkllpq12.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবের অমৃতসরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “ওরা বলছে ২০ দিন পর আমাকে আবার জেলে যেতে হবে। 'ঝাড়ু' বোতাম টিপলে আমাকে জেলে যেতে হবে না। আপনি যদি অন্য কোনও বোতাম টিপুন তবে আমাকে যেতে হবে। বোতাম টিপলেই মনে থাকবে কেন করছেন, কেজরিওয়ালের গ্রেফতারি বা মুক্তির জন্য। ওরা বলছে '৪০০ পার'। তারা সংরক্ষণের অবসান ঘটাতে ৪০০ আসন চায়। সংখ্যাগরিষ্ঠতা পেলে সংবিধান ও সংরক্ষণের অবসান ঘটবে। নির্বাচন হবে না, একনায়কতন্ত্র থাকবে।” 

hjkllpq11.jpg

Add 1