নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে প্রবল বৃষ্টিপাতের (Heavy Rainfall) ফলে বন্যার সৃষ্টি হয়েছে। এদিকে হু হু করে বাড়ছে যমুনা নদীর জলস্তর। আর সেই জল একাধিক এলাকায় ঢুকে গিয়েছে। ভেসে যাচ্ছে একের পর এক এলাকা। আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে বড় ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানান, ‘দিল্লির যেসব এলাকায় জল জমে গিয়েছে, সেসব এলাকার সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে।‘