আপনার ছেলে এটা হতে দেবে না! বিজেপিকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী

বিজেপিকে সাবধান করে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

author-image
Anusmita Bhattacharya
New Update
AAP KEJRI.jpg

নিজস্ব সংবাদদাতা: শহরে অনাদায়ী জলের বিলের জন্য 'এককালীন নিষ্পত্তি' প্রকল্প বন্ধ করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই অভিযোগ। এবার এই নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বলেন, 'বিজেপি ক্ষমতায় থাকলে সবার জল সংযোগ বাতিল করে দিত। কিন্তু আপনার ছেলে (নিজেকে উল্লেখ করে) এটা হতে দেবে না। আপনি যদি মনে করেন যে আপনার জলের বিল সঠিক, তাহলে পরিশোধ করুন, কিন্তু আপনি যদি তা না মনে করেন, তাহলে আপনাকে আপনার জলের বিল পরিশোধ করতে হবে না। আমরা (এএপি) বিজেপিকে গুন্ডাগিরি করতে দেব না'।

Add 1

স্ব

স

স