নিজস্ব সংবাদদাতাঃ ইডি (ED)-র ডাকে কি সাড়া দেবেন দিল্লির মুখ্যমন্ত্রী? এই প্রশ্নের মাঝেই ইডির তলব প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বড় মন্তব্য করলেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'ইডি আমাকে আজ চতুর্থ নোটিশ পাঠিয়েছে এবং ১৮ বা ১৯ জানুয়ারি তাদের সামনে হাজিরা দিতে বলেছে। এই চারটি নোটিশই বেআইনি ও অবৈধ। যখনই ইডির তরফে এই ধরনের নোটিস পাঠানো হয়, আদালত তা খারিজ করে দেয়। এই নোটিশগুলি স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়। দুই বছর ধরে এই মামলার তদন্ত চলছে কিন্তু তারা কিছুই উদ্ধার করতে পারেনি। লোকসভা ভোটের দু'মাস আগে কেন আমাকে ডাকা হল? ইডিকে চালাচ্ছে বিজেপি। তাদের একমাত্র উদ্দেশ্য আমাকে গ্রেপ্তার করা, যাতে আমি নির্বাচনের প্রচার চালাতে না পারি।‘