নিজস্ব সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন প্রসঙ্গে এএসজি এস ভি রাজু রাউস অ্যাভিনিউ কোর্টে জানান, ২০২১ সালের ৭ নভেম্বর অরবিন্দ কেজরিওয়াল গ্র্যান্ড হায়াত হোটেলে ছিলেন। দুই কিস্তিতে ১ লক্ষ টাকা পরিশোধ করা হয়। চনপ্রীত সিং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা মিটিয়েছিলেন। চানপ্রীত সেই ব্যক্তি যিনি বিভিন্ন 'অঙ্গদিয়া'র কাছ থেকে ৪৫ কোটি টাকা পেয়েছিলেন। তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে।
এএসজি জমা দিয়েছিলেন যে চানপ্রীত গোয়ায় কেজরিওয়ালের হোটেলের বিল পরিশোধ করেছিলেন বলে প্রমাণ রয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করেন।