সবার শিক্ষার জন্য বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী

 দিল্লির গ্রামাঞ্চলের শিশুরা এখন 'স্কুল অব স্পেশালাইজড এক্সিলেন্স'-এ পড়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের আইবি সিলেবাস পাওয়া যাবে এই শিক্ষাক্ষেত্রে।

author-image
Pritam Santra
New Update
delhi

নিজস্ব সংবাদদাতাঃ  দিল্লির গ্রামাঞ্চলের শিশুরা এখন 'স্কুল অব স্পেশালাইজড এক্সিলেন্স'-এ পড়ার সুযোগ পাবে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইন্টারন্যাশনাল এডুকেশন বোর্ডের আইবি সিলেবাস পাওয়া যাবে এই শিক্ষাক্ষেত্রে। বাওয়ানা এলাকার দরিয়াপুর গ্রামে স্কুলটি শুরু হয়েছে সম্প্রতি। প্রতিষ্ঠান ভবনের ছবি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে পোস্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, "আমরা দিল্লির কোনও অঞ্চলের শিশুদের জন্য কোনও সুযোগ-সুবিধার অভাব হতে দেব না।"