নিজস্ব সংবাদদাতা : 'দিল্লি চলো' মিছিলে সামিল হয়েছিল প্রায় ২০০টির বেশি কৃষক সংগঠন। এই কৃষক বিদ্রোহ ছবি বেশ বড় আকার ধারণ করবে তার আঁচ পেয়েছিল দিল্লি এবং হরিয়ানা পুলিশ। বিদ্রোহের দিন সকালেই সিংগু, টিকরি ও শম্ভু সীমান্তকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিলো। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে জলকামান ছুঁড়তে হয় পুলিশকে। এর আগে বিক্ষোভকারী কৃষকরা হরিয়ানা-পাঞ্জাব শম্ভু সীমান্তে ফ্লাইওভারের নিরাপত্তা বাধা অর্থাৎ ব্যারিকেড ভাঙচুর করে। সূত্রের খবর, কড়া হাতে পরিস্থিতি সামাল দিচ্ছে দিল্লি এবং হরিয়ানার পুলিশ প্রশাসন।