মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি মানুষকে অপমান করছেন! ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি

দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেভা বলেন, তিনি মহারাষ্ট্র ও হরিয়ানার মানুষকে অপমান করছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
virendra sachdeva

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখালেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেভা। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, "অতীশি হরিয়ানা ও মহারাষ্ট্রের জনগণকে অপমান করেছেন। যাঁরা বিজেপিকে জিতিয়েছে এবং তিনি হরিয়ানা ও মহারাষ্ট্রের  সেই ভোটারদের অপমান করেছেন। তাঁকে বুঝতে হবে যে এই বার্তা হরিয়ানা ও মহারাষ্ট্রের সাধারণ মানুষের বিরুদ্ধে যাচ্ছে না। দিল্লির মুখ্যমন্ত্রীর এই বার্তা সারা দেশের নাগরিকদের কাছে যাচ্ছে। আমরা জানি তিনি হতাশ হয়ে মিথ্যা কথা বলছেন। দিল্লির মানুষ এই 'আপ-দা' থেকে মুক্তি চায় এবং বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসবেই।"

 

g6nr8rk_atishi-kejriwal_625x300_17_September_24