নিজস্ব সংবাদদাতাঃ পুরাতন রাজেন্দ্র নগরের ঘটনা নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই প্রসঙ্গে আজ বিশেষ মন্তব্য করেছেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্রা সচদেবা।
তিনি বলেছেন, “বিজেপি গত দু'মাস ধরে বলে আসছি যে দিল্লির নর্দমা পরিষ্কার করা হচ্ছে না। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার শুধু দুর্নীতি করছে। আপ অজুহাত খুঁজছে। নিকাশি নালা পরিষ্কার করার দায়িত্ব ছিল আম আদমি পার্টির। আম আদমি পার্টি কেবল অরবিন্দ কেজরিওয়ালের ওজন এবং চিনির মাত্রা নিয়ে চিন্তা করে। তারা জনগণের কথা চিন্তা করে না।
বিজেপির দাবি, দিল্লি জল বোর্ড, দিল্লি ফায়ার সার্ভিস, মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করতে হবে। দিল্লির মন্ত্রী অতিশি, আপ বিধায়ক এবং আপ মেয়রের পদত্যাগ করা উচিত। দিল্লি সরকারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলিকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত।”