কেজরিওয়ালের কেলেঙ্কারির বিষয়ে সিদ্ধান্ত এখনও মুলতুবি রয়েছে! জানিয়ে দিলেন নেতা

দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্রা সচদেবা বলেন, কেজরিওয়ালের নতুন জোটসঙ্গী লালুপ্রসাদ যাদবও অন্তর্বর্তী জামিন পেলেও পরে দোষী প্রমাণিত হয়ে তাঁকে জেলে যেতে হয়েছে।

author-image
Probha Rani Das
New Update
virendra shj

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্রা সচদেবা বলেন, “অরবিন্দ কেজরিওয়ালের নতুন জোটসঙ্গী লালুপ্রসাদ যাদবও অন্তর্বর্তী জামিন পেলেও পরে দোষী প্রমাণিত হয়ে তাঁকে জেলে যেতে হয়েছে। 

virendra suchdeva.jpg

মদ নীতিতে আম আদমি পার্টি এবং অরবিন্দ কেজরিওয়ালের কেলেঙ্কারি ও চুরির বিষয়ে সিদ্ধান্ত এখনও মুলতুবি রয়েছে। অতিশি এবং সৌরভ ভরদ্বাজের প্রস্তুত থাকা উচিত কারণ মদ কেলেঙ্কারির মূল অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালও তাদের নাম এই কেলেঙ্কারিতে নাম রেখেছে। 

Adddd