দিল্লি বিল! উত্তাল হতে পারে রাজ্যসভা

রাজ্যসভায় দিল্লি বিল পেশের আগেই রাজ্যসভা উত্তাল হওয়ার পূর্বাভাস দিলেন সঞ্জয় রাউত। বিরোধীতা যে হবে ব্যাপক ভাবে তা একপ্রকার স্পষ্ট। কেজরিওয়ালের সরকারের প্রশংসা করেছেন উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
১১১

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : লোকসভায় পাশের পর সোমবার রাজ্যসভায় দিল্লি বিল পেশ করতে চলেছেন অমিত শাহ। তার আগে এ নিয়ে মুখ খুললেন উদ্ধব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। সংসদের উচ্চ কক্ষে যে আজ তুমুল হই হট্টোগোল হতে চলেছে তা এক কথায় স্পষ্ট তার কথা থেকে। সঞ্জয় রাউত জানান, দিল্লি সার্ভিস বিল ভারতের গণতান্ত্রিক কাঠামোর ওপর আক্রমণ হানে। বিজেপি নির্বাচনের সময় বলেছিল যে তারা দিল্লিকে রাজ্যের মর্যাদা দেবে কিন্তু নির্বাচনে হেরে গিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা করে তিনি আরো বলেন, কেজরিওয়ালের সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজ করছে। বিজেপি ঈর্ষান্বিত। রাজ্যসভায় শিবসেনা বিলের বিরোধিতা করবে বলে স্পষ্ট জানিয়েছেন উদ্ধব গোষ্ঠীর সাংসদ।