নিজস্ব সংবাদদাতাঃ জি ২০ সম্মেলনের (G20 Summit) আগে দিল্লিতে এক ঘটনা ঘটে গেল। একদিকে যখন জি ২০ সম্মেলনকে কেন্দ্র করে দিল্লি সেজে উঠছে, সেইসঙ্গে একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিরা আসতে শুরু করেছেন, ঠিক এই সময়ে রাজধানীতে খালিস্তানি লেখা দেখা গেল। জানা গিয়েছে, আজ রবিবার ৫টিরও বেশি মেট্রো স্টেশনে কেউ কেউ লিখেছেন 'দিল্লি বানেগা খালিস্তান এবং খালিস্তান জিন্দাবাদ'। পুলিশ এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।