দিল্লির আবহাওয়া, বিপাকে বিমান পরিষেবা

বিমান পরিষেবা ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে দিল্লি জুড়ে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 delhi flight.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুধু মাত্র রেল পরিষেবা নয়, বিমান পরিষেবাও ব্যাপক ভাবে ব্যাহত হচ্ছে দিল্লি জুড়ে। সৌজন্যে দিল্লির আবহাওয়া। গাঢ় কুয়াশার আস্তরণে ঢাকা পড়েছে রাজধানী। যেমন হাড় কাঁপানো ঠাণ্ডা ঠিক তেমনই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রাজ্যের একাধিক জেলা। দৃশ্যমান্যতার এতোটাই অভাব যে সামনের কিছুও স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না। এমন অবস্থায় বাতিল হয়েছে একাধিক ট্রেন। প্রভাব পড়েছে উড়ানেও।

দিল্লি বিমানবন্দর ঘন কুয়াশার কারণে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল মিলিয়ে আনুমানিক ১১০ টি বিমানের ল্যান্ডিং ও টেক অফের সময়সীমা পরিবর্তিত করেছে। অত্যন্ত ধীর গতিতেই উড়ান ভরছে বিমানগুলি। দিল্লি বিমানবন্দরের ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম (FIDS) সূত্রে জানানো হয়েছে, আজ আকাশপথে ভ্রমণ থাকলে বিমানের নির্দিষ্ট সময়সীমা জেনে নিয়েই যাত্রা করা ভালো। একাধিক বিমান দেরী করেই ছাড়ছে বলে জানা যাচ্ছে।

 

hiren