আতিশিকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দিল্লি বিধানসভার স্পিকার ! দেখুন এই মুহূর্তের সবথেকে বড় খবর

কি সিদ্ধান্ত নিলেন স্পিকার ?

author-image
Debjit Biswas
New Update
10_Atishi_15_06_Delhi

নিজস্ব সংবাদদাতা : এর আগে আম আদমি পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করবেন আতিশি। আর এবার দিল্লি বিধানসভার বিরোধী দলনেত্রী হিসেবে আতিশিকে মান্যতা দিলেন দিল্লি বিধানসভার স্পিকার। এরপর থেকে দিল্লি বিধানসভায় বিরোধী দলনেত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করতে পারবেন আতিশি।