দিল্লি বিমানবন্দর দুর্ঘটনার জের, যাত্রীদের জন্যে জারি নয়া নির্দেশিকা

ইতিমধ্যেই জরুরী বার্তা জারি করলো দিল্লি বিমানবন্দর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: দিল্লি বিমানবন্দরে ঘটে গিয়েছে ভয়ঙ্কর দুর্ঘটনা। বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন একজন। আহত ৫। আতঙ্কিত হয়ে পড়েছেন বাকি যাত্রীরা। ইতিমধ্যেই জরুরী বার্তা জারি করলো দিল্লি বিমানবন্দর।

যা জানা যাচ্ছে, টার্মিনাল ৩ এবং টার্মিনাল ২ থেকে সমস্ত বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে। এই দুই টার্মিনাল থেকে বিমান ওঠা-নামায় কোনও বাধা নেই।

অন্যদিকে, টার্মিনাল ১-এ আগত বিমান গুলিতেও ল্যান্ডিং-এ কোনও সমস্যা হচ্ছে না। শুধু ধীর গতিতে নামানো হচ্ছে বিমান গুলি। তবে টার্মিনাল ১ থেকে এখনই কোনও বিমান ডিপার্ট করতে দেওয়া হচ্ছে না; অর্থাৎ আজ দুপুর ২টো পর্যন্ত এই টার্মিনাল ১ থেকে সমস্ত বিমান ওড়া বাতিল করা হয়েছে। দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (DIAL) থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

w

Adddd