রাজধানীতে ফের বোমাতঙ্ক, স্কুলগুলির গেটে পড়ল তালা

পূর্ব জেলার বম্ব স্কোয়াড বাহিনী, এসএইচও পাণ্ডব নগর এবং পুলিশ কর্মীরা স্কুলে পৌঁছে যায়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
k7dsdapk_delhi-school-bomb-threat_625x300_01_May_24.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজকের রাত পোহালেই শনিবার রয়েছে দিল্লি নির্বাচনের ভোট গণনা। অথচ তার আগে ফের একবার সক্রিয় হল শিক্ষাঙ্গনে বোমাতঙ্ক।

শুক্রবার পূর্ব দিল্লি এবং নয়ডার বেশ কয়েকটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমার হুমকি পাওয়া যায়, যার ফলে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হুমকির প্রতিক্রিয়ায়, স্কুল প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠানগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, “ময়ূর বিহার ফেজ ১-এর আহলকন ইন্টারন্যাশনাল স্কুল পাণ্ডব নগরের এসএইচওকে টেলিফোনে জানিয়েছে যে আজ স্কুলের অধ্যক্ষকে ইমেলের মাধ্যমে বোমার হুমকি সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি জানার পরপরই পূর্ব জেলার বম্ব স্কোয়াড বাহিনী, এসএইচও পাণ্ডব নগর এবং পুলিশ কর্মীরা স্কুলে পৌঁছে যায়”। তল্লাশি শেষে স্কুল প্রাঙ্গণে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি বলেই জানিয়েছে পুলিশ।

sbi delhi

তবে শুধু আহলকন ইন্টারন্যাশনাল স্কুল নয়, বোমাতঙ্কের খবর এসেছে আরও একাধিক শিক্ষাঙ্গন থেকেই। যেমন - বোমাতঙ্কের খবর পাওয়া গিয়েছে সেন্ট স্টিফেন’স কলেজ, নয়ডার শিব নাদার স্কুল থেকেও।

এমন হুমকির পর, দিল্লি পুলিশ এবং সাইবার ক্রাইম ইউনিট ঘটনা তদন্ত শুরু করেছে এবং ইমেলের উৎস শনাক্ত করার চেষ্টা করছে। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) সক্রিয় করে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির নিরাপত্তা পরীক্ষা করা হচ্ছে।