দেরাদুন বনাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা আগুনের গ্রাসে নষ্ট, অভিযুক্ত ৬০ জন

'এখনও পর্যন্ত, আমরা ৩৮৮টি মামলা নথিভুক্ত করেছি যার মধ্যে ৬০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dehradun forest fire.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেরাদুনের দাবানল এখন নিয়ন্ত্রণে এসেছে। তবে ঘন অরণ্যের অধিকাংশ এলাকা আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে, উত্তরাখণ্ডের প্রধান বন সংরক্ষক এবং বন বাহিনীর প্রধান, ধনঞ্জয় মোহন এদিন বলেন, “বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই ধরনের ঘটনা ক্রমাগত কমছে। এখনও পর্যন্ত, আমরা ৩৮৮টি মামলা নথিভুক্ত করেছি যার মধ্যে ৬০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। এই আগুনের ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। আমরা আশা করি দেরাদুনের অগ্নিকাণ্ডের ব্যাপারে অবহেলার জন্য আমরা কঠোর পদক্ষেপ নেব। এখনও পর্যন্ত, ১৩০০ হেক্টর বনাঞ্চল এই ভয়ঙ্কর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে”।

uttarakhand-forest-fire_625x300_06_May_24.jpg

deh for fire.jpg

Add 1