নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশের এয়ার ফোর্স স্টেশন কানপুরে সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস উদযাপনে যোগ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আমরা আমাদের প্রবীণদের সম্মান জানাতে কানপুরের মতো জায়গায় জড়ো হয়েছি। কানপুরের নিজস্ব গুরুত্ব রয়েছে। ১৮৫৭ সালে যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, তখন পেশোয়া নানাসাহেব কানপুরের বিথুর থেকে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। লক্ষ্মী সেহগাল নেতাজি সুভাষ চন্দ্র বসু কর্তৃক গঠিত ভারতীয় জাতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা ক্যাপ্টেন ছিলেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। কানপুরের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি জীবনের শেষ মুহূর্তগুলো কানপুরেই কাটিয়েছেন। "
১৯৫৩ সাল থেকে প্রতি বছর ১৪ই জানুয়ারী ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চীফ ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা হিসাবে পালিত হয়। কমান্ডার-ইন-চীফ ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ১৯৪৭ সালের যুদ্ধে বাহিনীকে বিজয়ী করতে নেতৃত্ব দিয়েছিলেন।