নিজস্ব সংবাদদাতা: বিমান চলাচলে ভারতের বিশাল লাভ। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে Su-30MKI বিমানের জন্য 240 AL-31FP অ্যারো ইঞ্জিনের জন্য HAL-এর সাথে ২৬ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করা হল৷ প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর উপস্থিতিতে এমওডি এবং এইচএএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তিটি স্বাক্ষর করলেন বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
New Delhi | MoD signs Rs 26,000 crore contract with HAL for 240 AL-31FP Aero Engines for Su-30MKI aircraft. The contract was inked by the senior officials of MoD and HAL in the presence of Defence Secretary Giridhar Aramane and Chief of the Air Staff Air Chief Marshal VR… pic.twitter.com/XyJGHU5r4B