নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার আসামের তেজপুরে উপস্থিত হয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে কিছু এলাকায় বিরোধ মেটাতে ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা হয়েছে। সাম্প্রতিক আলোচনার পর মাঠ পর্যায়ের পরিস্থিতি স্বাভাবিক করতে মোটামুটি ঐকমত্য হয়েছে। সমান ও পারস্পরিক নিরাপত্তার ভিত্তিতে এই ঐকমত্য গড়ে উঠেছে। ঐকমত্যের মধ্যে ঐতিহ্যবাহী অঞ্চলে টহল এবং চারণভূমির অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে। এই ঐকমত্যের ভিত্তিতে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। আমাদের চেষ্টা থাকবে বিষয়টিকে ডিসএনগেজমেন্টের বাইরে নিয়ে যাওয়া, তবে তার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।"