নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটকে পাখির চোখ করে ভারতের কোনায় কোনায় পৌঁছে যাচ্ছেন বিজেপির হেভিওয়েট নেতা মন্ত্রীরা। বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা যেমন রাজনাথ সিং, অমিত শাহ, জেপি নাড্ডা আজ বৃহস্পতিবার বিভিন্ন রাজ্য সফরে গিয়েছেন।
পাঞ্জাবি ভাষায় দক্ষতা আছে? এখনই Apply করুন
এদিকে আজ হরিয়ানা সফরে গিয়ে ৩৭০ ধারা নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তিনি জানিয়েছেন, ‘আমরা সব প্রতিশ্রুতি পূরণ করেছি এবং যা বলেছি তা করেছি। যখন থেকে আমরা জনসংঘ হিসেবে কাজ করছি, তখন থেকেই আমরা ৩৭০ ধারা বাতিলের কথা বলে আসছি। আমরা এখন ৩৭০ ধারা বাতিল করেছি। আমরা দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার কাজ করেছি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হচ্ছে।‘
মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন