৯৩ হাজার পাক সেনার আত্মসমর্পণ, এবার রাজনাথ সিং

ঠিক ৫৩ বছর আগে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তানে সেনাবাহিনী ৯৩ হাজার শত্রু সৈন্যকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল।

author-image
SWETA MITRA
New Update
RAJNATH VIJA.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ গোটা দেশজুড়ে পালিত হচ্ছে বিজয় দিবস (Vijay Diwas)। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং বায়ুসেনার ভাইস চিফ এয়ার মার্শাল অমর প্রীত সিং জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন। 

 ১৯৭১ সালের এই দিনে ভারতের সঙ্গে ১৩ দিনের যুদ্ধের পর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল এ এ নিয়াজি খান ৯৩ হাজার সৈন্য নিয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার এই যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রায় ৪০০০ সাহসী সৈন্যও শহীদ হয়, যাদের প্রতি দেশ বিনম্র শ্রদ্ধা নিবেদন করে। এই উপলক্ষে তিন বাহিনী (সেনা, নৌ, বিমান বাহিনী) ১৬ ডিসেম্বর বিজয় দিবস হিসেবে পালন করে।