নিজস্ব সংবাদদাতা: হায়দরাবাদে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "আপনি যদি ইতিহাসের দিকে তাকাতে পারেন, যখনই আমরা বিভক্ত হয়েছি, আমরা হেরেছি। আমাদের পিছিয়ে পড়তে হয়েছে। যখনই আমাদের ঐক্য দুর্বল হয়েছে, আক্রমণকারীরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে। আমাদের সভ্যতা ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। আমাদের ধর্মগ্রন্থেও লেখা আছে- 'আইক্যম বলম্ সমাজস্য তদ্ভবে সা দুর্বল' অর্থাৎ ঐক্যই সমাজের শক্তি, আর যে সমাজে ঐক্য নেই সে সমাজ দুর্বল হয়ে পড়ে।"
মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে বার বার বিজেপির তরফে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। কংগ্রেসকে বার বার দেশের শত্রু হিসেবে বিজেপির তরফে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, কংগ্রেস দেশকে বিভাজন করার চেষ্টা করছে।