ভারতের ডিফেন্স প্রোডাকশনে বিপুল গতি আসবে! বড় দাবি করলেন আর্মি চিফ

এই জয়েন্ট প্রোডাকশন আমাদের দেশের ডিফেন্স প্রোডাকশনকে বৃদ্ধি করবে। এরফলে একদিকে যেমন সেনাবাহিনী লাভবান হবে ঠিক তেমন ভাবেই আমরা দ্রুত স্বনির্ভর হয়ে উঠবো।

author-image
Debjit Biswas
New Update
modi trump

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতে আমেরিকায় যান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেখানেই ভারত ও আমেরিকার মধ্যে ডিফেন্স ডিল স্বাক্ষরিত হয়। এবার এই ডিফেন্স ডিল নিয়েই মুখ খুললেন আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বললেন '' এটা খুবই খুশির খবর যে ১০ বছরের এই ডিফেন্স ডিল কার্যকরী হয়েছে। এই জয়েন্ট প্রোডাকশন আমাদের দেশের ডিফেন্স প্রোডাকশনকে বৃদ্ধি করবে। এরফলে একদিকে যেমন সেনাবাহিনী লাভবান হবে ঠিক তেমন ভাবেই আমরা দ্রুত স্বনির্ভর হয়ে উঠবো। ''