নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির দুই পর্বের তথ্যচিত্র ভারত, বিচার বিভাগ এবং প্রধানমন্ত্রী মোদির সুনাম ক্ষুণ্ণ করেছে বলে দাবি করে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেছে গুজরাটের একটি এনজিও। বিচারপতি শচীন দত্তের বেঞ্চ সোমবার বিবিসিসহ বিবাদীদের সমন জারি করে বিষয়টি আরও বিবেচনার জন্য সেপ্টেম্বরের তালিকাভুক্ত করেছে হাইকোর্টে।
‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নামের দুই পর্বের তথ্যচিত্র প্রচারের পরপরই সেটা ব্যাপক আলোড়ন ফেলে ভারতে। ওই তথ্যচিত্র সরিয়ে ফেলতে টুইটার ও ইউটিউব কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ভারতের কেন্দ্র সরকার।