নিজস্ব সংবাদদাতা: পরলোকে পারি দিয়েছেন প্রখ্যাত লোকশিল্পী শারদা সিনহা। তার মৃত্যুতে এবার ট্যুইট করে গভীর ভাবে শোকাহত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি ট্যুইট করে বলেছেন, “প্রখ্যাত লোকশিল্পী শারদা সিনহা জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মৈথিলি এবং ভোজপুরি লোকগান গত কয়েক দশক ধরে খুব জনপ্রিয়। বিশ্বাসের মহান উৎসব ছট-এর সঙ্গে যুক্ত তার সুরেলা গানের প্রতিধ্বনি চিরকাল থাকবে। তার মৃত্যু সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে তার পরিবার ও ভক্তদের সঙ্গে আমার সমবেদনা!" উল্লেখ্য, দিল্লির এইমস-এ চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে দেহত্যাগ করেছেন শারদা সিনহা।