নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পহেলগাঁও-এ ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কর্ণাটকের বাসিন্দা মন্জুনাথ রাও। আর তার মাঝেই হিন্দুত্ব নিয়ে মন্তব্য করার কারণে, কংগ্রেস নেতা রবার্ট বঢরাকে দুষলেন তার আত্মীয় ড. রবিশরণ। তিনি বলেন,''রবার্ট বঢরার স্ত্রী একজন সাংসদ হলেও, তিনি হিন্দুত্ব সম্পর্কে কিছুই জানেন না। তবুও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেছেন। হিন্দুত্ব সম্পর্কে কি জানেন রবার্ট বঢরা ?''
/anm-bengali/media/media_files/5hdeMMK7avGefHRQDVp3.jpg)
এরপর তিনি বলেন,''এইমুহূর্তে আমাদের উচিৎ দেশের জন্য একজোট হওয়া। সন্ত্রাসবাদিদের কোনও ধর্ম নেই। রবার্ট বঢরার উচিৎ তার বক্তব্য প্রত্যাহার করে নেওয়া।"