নিজস্ব সংবাদদাতা: কাল্লাকুরিচি (তামিলনাড়ু) হুচ ট্র্যাজেডিতে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। হুচ ট্র্যাজেডিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে। ফলে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।