উত্তরপ্রদেশে অশান্তির নেপথ্যে কী কারণ রয়েছে! সামনে এল তথ্য

উত্তরপ্রদেশের সম্বলে সদর মসজিদের প্রধান ও শাহী মসজিদ কমিটির প্রধান জাফর আলীর বক্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
uttar pradesh 11111111111

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের সম্বলে  সদর মসজিদের প্রধান ও শাহী মসজিদ কমিটির প্রধান জাফর আলীর বক্তব্যের প্রসঙ্গে সম্বল ডিআইজি মুনিরাজ জি বলেছেন, "তাঁর  বক্তব্য়ের কিছু  অংশ  ভাইরাল হয়েছিল। আমরা তাঁর পরস্পরবিরোধী বক্তব্য যাচাই করছিলাম। আমরা তাঁকে ব্যাখ্যা করার জন্য ডেকেছিলাম। তিনি গতকাল আমাদের সাথে মানুষের কাছে আবেদন করেছিলেন। আজ তিনি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন সেজন্য তাঁকে ব্যাখ্যার জন্য ডাকা হয়েছিল পরস্পর বিরোধী বিবৃতির পরিবর্তে আমরা তাকে সত্য বলার জন্য আবেদন করব।"