নিজস্ব সংবাদদাতাঃ আঞ্চলিক ফায়ার রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন, মালাপ্পুরমে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটেছে কেরালার মালাপ্পুরম জেলার তানুর উপকূলের কাছে।
আঞ্চলিক ফায়ার রেঞ্জ অফিসার শিজু কেকে বলেন, "এখনও পর্যন্ত আমরা ২১ টি মৃতদেহ উদ্ধার করেছি। নৌকায় কতজন লোক ছিল তা আমরা জানি না। আরও হতাহতের সংখ্যা আছে কিনা তা জানার জন্য আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।"
এনডিআরএফ জানিয়েছে, 'মালাপ্পুরম জেলার তানুরের কাছে একটি পর্যটকবাহী নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।'