লু! জোড়া চিতাশাবকের মৃত্যু

চিতা শাবকের জন্ম হলেও কুনো জাতীয় উদ্যানে যেন লেগেছে মড়ক। বৃহস্পতিবার আরো দুটি চিতা শাবকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

author-image
Pallabi Sanyal
New Update
২২২


নিজস্ব সংবাদদাতা :  একের পর এক চিতা শাবকের মৃত্যু! চিতা শাবকের জন্ম হলেও কুনো জাতীয় উদ্যানে যেন লেগেছে মড়ক। বৃহস্পতিবার আরো দুটি চিতা শাবকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। নামিবিয়া থেকে জ্বলা নামের যে চিতাবাঘটিকে কুনোয় আনা হয়েছিল, চারটি শাবকের জন্ম দিয়েছিল সে। ২৩ মে তার মধ্যে একজনের মৃত্যু হয়। আর আজ ২৫ মে মৃত্যু হল আরো দুই শাবকের। কীভাবে ঘটছে একের পর এক মৃত্যু?  প্রশ্নের  মুখে কুনোর জঙ্গলের চিতাদের সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ।জাতীয় উদ্যান সূত্রে খবর, জ্বলার প্রথম শাবকের মৃত্যুর পরই বাকি তিনজনকে পালপুরে পশু চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছিল। পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাদের। তবে শাবকগুলি দুর্বল ছিল বলে জানান চিকিৎসকরা।  এদিকে, তাপমাত্রাও ৪৬-৪৭-ডিগ্রির কোঠায়। তাপপ্রবাহের জেরেই কাহিল হয়ে পড়ে জ্বলার সন্তানরা।