নিজস্ব সংবাদদাতা: হরিয়ানার সোনিপত জেলার কুন্ডলি সীমান্তের কাছে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশের গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। যার ফলে দিল্লি পুলিশের দুই ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার ফলে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
#WATCH | Two Delhi Police inspectors died after their car rammed into a canter (truck) at around 11:30 pm last night near Kundali Border in Haryana's Sonipat district. pic.twitter.com/bH8BmkxXCU