অগ্নিবীরের মৃত্যু! ভাতা পাবে পরিবার!

অগ্নিবীরের প্রয়াণ! পাশে সরকার।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

নিজস্ব সংবাদদাতা : গাওয়াতে অক্ষয় লক্ষ্মণই প্রথম অগ্নিবীর যিনি অপারেশনে তার জীবন দিয়েছেন। তাকে মোতায়েন করা হয়েছিল বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে। সরকারি সূত্রে জানা যাচ্ছে,একজন নিহত যুদ্ধাহত অগ্নিবীরের আত্মীয়রা ভাতা পাবেন। এর মধ্যে রয়েছে  ৪৮ লক্ষ টাকা অ-দানকারী বীমা, ৪৪ লক্ষের এক্স-গ্রেশিয়া, অগ্নিবীরের দ্বারা অনুদান দেওয়া সেবা নিধি (৩০ শতাংশ),   মৃত্যুর তারিখ থেকে চার বছর পূর্ণ হওয়া পর্যন্ত বাকি মেয়াদের জন্য বেতন পাবেন (১৩ লাখ টাকার বেশি); অবশিষ্টমেয়াদ অনুযায়ী এবং সশস্ত্র বাহিনী যুদ্ধ হতাহতের তহবিল থেকে ৮ লক্ষ টাকা অবদান পাবেন স্বজনরা।

 

 

hiren