নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে আগুনের ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন সদ্যজাত শিশুর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের আত্মীয়স্বজনদের জন্য PMNRF থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি আহতদের জন্য ৫০ হাজার টাকাও ঘোষণা করেছেন।
এছাড়াও ইতিপূর্বে তিনি ট্যুইট করে শোক প্রকাশ করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, "উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে আগুনের দুর্ঘটনা হৃদয় বিদারক। এতে যারা তাদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছে তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তারা যেন তাদের এই অভূতপূর্ব ক্ষতি সহ্য করার শক্তি দেন। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে।"
উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান অজয় রাইও এই বিষয়ে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, "এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমি আমার শোক প্রকাশ করছি। আমি মনে করি এটা খুবই দুঃখজনক ঘটনা। এমন একাধিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। বারাণসীতেও এমন ঘটনা ঘটেছে। এই সরকার শুধু তদন্তের নির্দেশ দিচ্ছে। যোগী আদিত্যনাথ সারা দেশে গিয়ে ঘৃণার রাজনীতি করছেন। তাকে উত্তরপ্রদেশের মানুষ তাদের দেখাশোনা করার এবং তাদের সাহায্য করার দায়িত্ব দিয়েছে। কিন্তু সেটা হচ্ছে না। শুধু ঘৃণার রাজনীতি হচ্ছে। মানুষ হয়রানির শিকার হচ্ছে। কাজ করা হচ্ছে না। এই সরকার চালিত হচ্ছে অফিসারদের দ্বারা। উত্তরপ্রদেশ সরকার এবং মুখ্যমন্ত্রী যোগী নিজেই এর (অগ্নি দুর্ঘটনা) জন্য দায়ী।" দেখুন ভিডিও-