'মৃত্যুকুম্ভ' বিতর্কে এবার কৈলাশের নিশানায় মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ তীব্রতর করে বলেন, ' আগে দেখুন আপনার রাজ্যে কী হচ্ছে। আপনার রাজ্যে কেউ নিরাপদ নয়। হাসপাতালের ভিতর ধর্ষণ করে হত্যা করা হচ্ছে।'

author-image
Jaita Chowdhury
New Update
cajskcancka

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভ (Mahakumbh 2025) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্যে ক্ষুব্ধ মধ্যপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে তিনি বলেন, 'বিরোধীদের ঈশ্বরের বিশ্বাস নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুর রাজনীতি করেন। আমি বাংলার পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলাম। ছয় বছরের মধ্যে বন্দ্যোপাধ্যায় বিজেপির ৪০০ বেশি নেতাকর্মীকে খুন করিয়েছেন। রাজনীতিতে হত্যা করানোটা তাঁর কাছে একটা ব্যবসা।' 

 তিনি আরও বলেন, কুম্ভের মতো একটি পবিত্র স্থানকে তিনি 'মৃত্যুকুম্ভ' বলেছেন। ওনার লজ্জা হওয়া উচিত। জলে ডুবে মারা যাওয়া উচিত।' এখানেই ইতি নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আক্রমণ তীব্রতর করে বলেন, ' আগে দেখুন আপনার রাজ্যে কী হচ্ছে। আপনার রাজ্যে কেউ নিরাপদ নয়। হাসপাতালের ভিতর ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। যে রাজ্যে এত বড় ঘটনা ঘটে যায় সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মন্তব্য করেন মহাকুম্ভ নিয়ে! আমি মনে করি উনার ক্ষমা চাওয়া উচিত। তার বক্তব্য সনাতন ধর্ম বিরোধী। মমতা ব্যানার্জি সবসময় সনাতন ধর্মের বিরুদ্ধে মন্তব্য করে থাকেন।'